Sandeshkhali: জেলে গিয়েও শান্তি নেই, এবার সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে চরম অ্যাকশন ED-র! জলে গেল ১৪ কোটি

নিউজ বাংলা সার্চ : এই বছরের শুরু থেকে কয়েক মাস ধরে অশান্তি অব্যাহত সন্দেশখালিতে (Sandeshkhali)। আর এর মধ্যেই গ্রেফতার হওয়া শেখ শাহজাহানের (Sheikh Shahjahan) ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। যদিও এর আয় পিএমএলএ-র আওতায় (PMLA) তার ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল ইডি।


Sandeshkhali: জেলে গিয়েও শান্তি নেই, এবার সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে চরম অ্যাকশন ED-র! জলে গেল ১৪ কোটি
Sandeshkhali: জেলে গিয়েও শান্তি নেই, এবার সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে চরম অ্যাকশন ED-র! জলে গেল ১৪ কোটি


ইডি সূত্রে খবর, শাহজাহানের বাজেয়াপ্ত করা এই সম্পত্তির মধ্যেই রয়েছে বিপুল পরিমান জমি ও টাকা। সূত্রের খবর, শাহজান ছাড়াও তার পরিবারের সম্পত্তিও বাজেয়াপ্ত করা হয়েছে। জানা গেছে শাহজাহানের ভাই আলমগীর শেখের জমি সংক্রান্ত মামলায় বিরাট মূল্যের সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। প্রসঙ্গত সন্দেশখালির বহু মানুষজন শাহজাহানের বিরুদ্ধে জমি দখল করার অভিযোগ দায়ের করছেন সিবিআই (CBI) ক্যাম্পে।


Sandeshkhali: জেলে গিয়েও শান্তি নেই, এবার সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে চরম অ্যাকশন ED-র! জলে গেল ১৪ কোটি
Sandeshkhali: জেলে গিয়েও শান্তি নেই, এবার সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে চরম অ্যাকশন ED-র! জলে গেল ১৪ কোটি


এছাড়া ‘সন্দেশখালির বাঘ’ বলে পরিচিত শেখ শাহজাহানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তিনি নাকি সন্দেশখালিতে ভেড়ি বানিয়ে মাছ চাষ করে কালো টাকা সাদা করেছেন। সেই মামলার তদন্তে ইডি এই পদক্ষেপ নিয়েছে বলে জানা যাচ্ছে।


সূত্রের খবর অনুযায়ী, শাহজাহানের এই দুর্নীতির কালো টাকা দিয়ে যে সমস্ত সম্পত্তি কেনা হয়েছে, কিংবা ব্যাঙ্কে রাখা হয়েছে তা সবটাই বাজেয়াপ্ত করা হয়েছে।


Sandeshkhali: জেলে গিয়েও শান্তি নেই, এবার সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে চরম অ্যাকশন ED-র! জলে গেল ১৪ কোটি
Sandeshkhali: জেলে গিয়েও শান্তি নেই, এবার সন্দেশখালির শেখ শাহজাহানের বিরুদ্ধে চরম অ্যাকশন ED-র! জলে গেল ১৪ কোটি


শেখ শাহজাহানের এই ১২ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করার সময়েই জানা যায় বিভিন্ন অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ, বিভিন্ন অস্থাবর সম্পত্তি তৈরি করে লুকিয়ে রেখেছিল শাহজাহান। তারমধ্যে পাওয়া গেছে ১৪টি স্থাবর সম্পত্তি এছাড়া সন্দেশখালি এবং কলকাতায় শাহজাহানের অ্যাপার্টমেন্ট, মৎস্য চাষের জমি, কৃষিজমি, বসত এলাকার জমি সমেত প্রচুর সম্পত্তি।


আর এই উত্তপ্ত পরিস্থিতিতেই সন্দেশখালিতে অস্থায়ী ক্যাম্প করেছে সিবিআই (CBI)। জানা যাচ্ছে এই ক্যাম্পেই  শাহজাহান ও তার বাহিনীর জমি দখল সংক্রান্ত বিভিন্ন অভিযোগ জানাছেন সন্দেশখালি গ্রামের মানুষজন। এছাড়া সেখানে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনীও।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ