Rinku Singh: খেলোয়াড় রিঙ্কু প্রেমে পড়েছেন, হোটেলে হাঁটু গেড়ে ভালোবাসার প্রস্তাব কাকে দিলেন KKR তারকা?

Rinku Singh: খেলোয়াড় রিঙ্কু প্রেমে পড়েছেন, হোটেলে হাঁটু গেড়ে ভালোবাসার প্রস্তাব কাকে দিলেন KKR তারকা?

Rinku Singh: খেলোয়াড় রিঙ্কু প্রেমে পড়েছেন, হোটেলে হাঁটু গেড়ে ভালোবাসার প্রস্তাব কাকে দিলেন KKR তারকা?
Rinku Singh: খেলোয়াড় রিঙ্কু প্রেমে পড়েছেন, হোটেলে হাঁটু গেড়ে ভালোবাসার প্রস্তাব কাকে দিলেন KKR তারকা?


নিউজ বাংলা সার্চ: আইপিএল টিম KKR (Kolkata Knight Riders)-এর অন্যতম খেলোয়াড় হলেন রিঙ্কু সিং। তিনি মাঠে নামলেই তার অনুরাগীদের মধ্যে তুমুল আগ্রহ জেগে ওঠে। তবে, মাঠে ময়দানে তিনি বোলারদের ঘাম ঝরালেও আসলে দলের সদস্যদের মধ্যে তিনি অত্যন্ত লাজুক। বিশেষ করে মহিলাদের থেকেও তিনি দূরেই থাকেন। তবে, এবার এই রিঙ্কুকে প্রেম নিবেদনে বাধ্য করা হল।


প্রথমে বিষয়টি পড়ে দর্শকদের মনে প্রশ্ন উঠতেই পারে যে, রিঙ্কু প্রেম নিবেদন কাকে করলো? এসবের পেছনে KKR ক্রিকেটার নীতীশ রানা রয়েছেন। এই পুরো বিষয়টি নীতীশই সবার সামনে নিয়ে এসেছেন। চলুন জেনে নেওয়া যাক ঘটনাটি ঠিক কি ঘটেছে?


রিঙ্কু কাকে প্রেম নিবেদন করলো

বিমান যাত্রার সময়ে পাশাপাশি আসনে বসেছিলেন রিঙ্কু এবং নীতীশ। আর সেখানেই নীতীশ বাধ্য করেন রিঙ্কুকে প্রেমের প্রস্তাব দিতে। নীতীশ তার বক্তব্য তে জানান, “রিঙ্কুকে আমিই বলেছিলাম, একটা ভিডিও করব। তুমি (রিঙ্কু) মনে করবে যে আমি একজন মহিলা। আর আমাকে প্রেমের প্রস্তাব দেবে। তোমার প্রেম নিবেদনের কায়দা আমি দেখতে চাই।” এদিকে, প্রথমে এহেন দাবি শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে রিঙ্কু রাজি না হলেও শেষ পর্যন্ত নীতীশের কথা মেনে প্রেম নিবেদন করে ফেলেন রিঙ্কু।


নীতীশ তাঁর ফোনে থাকা ওই ভিডিওটিতে দেখিয়েছেন, রিঙ্কু হোটেলের লবিতে হাতে একটি ফুলদানি নিয়ে এগিয়ে আসছেন। তারপর হাঁটু মুড়ে প্রেম নিবেদন করার ভঙ্গিতে বলছেন, “হাই বেবি, আমি তোমাকে প্রেম নিবেদন করছি।” এই ভিডিওটি দেখার পর রিঙ্কু ও নীতীশ হাসতে শুরু করে। আর এই প্রেম নিবেদনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে।


এখানে উল্লেখ্য যে, নীতীশের সঙ্গে রিঙ্কুর সম্পর্ক খুব ভালো রয়েছে। IPL-এর বাইরেও নীতীশ ও রিঙ্কু দু’জনেই ইনডোর ক্রিকেটে উত্তরপ্রদেশের হয়ে খেলেন। এছাড়া, নীতীশকে নিজের বড় দাদা হিসেবে দেখেন রিঙ্কু। একাধিক ছবি এবং ভিডিওতে তাঁদের একই সাথে দেখা গিয়েছে। তাঁদের এই খুনসুটি ক্রিকেট অনুরাগীদেরও যথেষ্ট আকৃষ্ট করে। এদিকে, চলতি IPL-এ নিজের পারফরম্যান্সের মাধ্যমে রিঙ্কু খুব একটা নজর কাটতে পারেননি। কারণ, বেশিরভাগ ম্যাচেই শেষের দিকে ব্যাট করতে নেমে মাত্র কয়েকটি বল খেলার সুযোগ পেয়েছেন তিনি। এদিকে, ভারতের T20 বিশ্বকাপের দলের প্রথম ১৫ জনের মধ্যে জায়গা পাননি রিঙ্কু। যার পরিপ্রেক্ষিতে, সমালোচনার মুখে পড়তে হয় নির্বাচকদের। যদিও, রিঙ্কুকে রিজার্ভে রাখা হয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ