Rohit Sharma: রেগে গিয়ে কাকে 'লেজি চিকেন' বললেন রোহিত?

ক্রিকেট ম্যাচ চলাকালীন একটু ভুল-চুক হলেই রেগে যান প্লেয়াররা। অনেকসময় রেগে গিয়ে কিছু না কিছু বলে বসেন তাঁরা। আর কথা ধরা পড়ে স্ট্রাম্পের মাইকে।রেগে গিয়ে কাকে 'লেজি চিকেন' বলে অভিহিত করলেন রোহিত(Rohit Sharma)? নিজেই ফাঁস করলেন সেই তথ্য।

Rohit Sharma: রেগে গিয়ে কাকে 'লেজি চিকেন' বললেন রোহিত?
Rohit Sharma: রেগে গিয়ে কাকে 'লেজি চিকেন' বললেন রোহিত?


রোহিত শর্মা​

চলতি টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছেন রোহিত শর্মা। এর আগেও একাধিকবার এই দায়িত্ব পালন করেছেন তিনি।

Rohit Sharma: রেগে গিয়ে কাকে 'লেজি চিকেন' বললেন রোহিত?


ভারত বনাম অস্ট্রেলিয়া​

গত শনিবার বাংলাদেশকে হারিয়ে ম্যাচে জয় লাভ করেছে টিম ইন্ডিয়া। আগামী ২৪ তারিখ অস্ট্রেলিয়ার মুখোমুখি নামবে ভারত।

Rohit Sharma: রেগে গিয়ে কাকে 'লেজি চিকেন' বললেন রোহিত?


কপিল শর্মা শো​

আইপিএল ২০২৪ চলাকালীন একবার কপিল শর্মা শো-য়ে গিয়েছিলেন ভারতীয় ক্যাপ্টেন রোহিত শর্মা ও কলকাতার অধিনায়ক শ্রেয়স আইয়ার। এই শোয়েই ফাঁস হয় টিম ইন্ডিয়া সম্পর্কিত বেশ কিছু মজাদার তথ্য।

Rohit Sharma: রেগে গিয়ে কাকে 'লেজি চিকেন' বললেন রোহিত?
Rohit Sharma: রেগে গিয়ে কাকে 'লেজি চিকেন' বললেন রোহিত?


জমজমাট আড্ডা​

কপিল শর্মা শো চলাকালীন, সন্ধ্যায় এক জমজমাট আড্ডা বসেছিল কপিলের হাউজে। আর সেই আড্ডার সাক্ষী ছিল বহু দর্শক।

Rohit Sharma: রেগে গিয়ে কাকে 'লেজি চিকেন' বললেন রোহিত?


স্ট্র্যাম্প মাইক​

শোয়ে কপিল শর্মা রোহিতকে প্রশ্ন করেন স্ট্রাম্প মাইকে তো অনেকের অনেক কথা শোনা যায়, তাঁর এরকম কোনও কথা কি ভাইরাল হয়েছে? প্রশ্ন করার সাথে সাথেই মুচকি হাসেন রোহিত।

Rohit Sharma: রেগে গিয়ে কাকে 'লেজি চিকেন' বললেন রোহিত?


রোহিতের উত্তর​

রোহিত বলেন, 'হয়েছে। একবার আমি আমাদের দলের খেলোয়াড়দের উপর খুব রেগে গিয়েছিলাম।'

Rohit Sharma: রেগে গিয়ে কাকে 'লেজি চিকেন' বললেন রোহিত?
Rohit Sharma: রেগে গিয়ে কাকে 'লেজি চিকেন' বললেন রোহিত?


লেজি চিকেন​

এরপর পর তিনি বলেন, 'রেগে গিয়ে আমি তাঁদেরকে বলি তোরা কি লেজি চিকেন হয়ে গিয়েছিস? দৌড়তে পারছিস না?'

Rohit Sharma: রেগে গিয়ে কাকে 'লেজি চিকেন' বললেন রোহিত?


অনুরাগীদের মতামত​

'পরবর্তীতে ড্রেসিং রুমে এই ঘটনা নিয়ে অনেক চর্চা হয়। আর আমি সেই সময় লজ্জায় পড়ে যাই।'

Rohit Sharma: রেগে গিয়ে কাকে 'লেজি চিকেন' বললেন রোহিত?


জরিমানা​

হাসতে হাসতে কপিল বলেন, 'সাধারণত এই বিষয়েতো সবাইকে জরিমানা দিতে হয়। আপনাকেও কি কোনও জরিমানা দিতে হয়েছিল?'

মজাদার উত্তর​

উত্তরে রোহিত বলেন, 'আমরা হিন্দিতে কথা বলি। আর আমাদের আম্পায়াররা ভারতীয় হন না। তাই তাঁরা আমাদের কথা বুঝতে পারেন না।'


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ