টাকা দিয়ে ইন্টারনেট কেনার দিন শেষ। এবার কেন্দ্রীয় সরকারের PM WANI SCHEME -এর মাধ্যমে দেশের মানুষ সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেটের সুবিধা পাবে। দেশের সকল মানুষকে ইন্টারনেট প্রদানের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে এই নতুন প্রকল্প চালু করা হয়েছে।
![]() |
সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিতে PM WANI SCHEME আনলো কেন্দ্র সরকার |
কেন্দ্রীয় সরকারের তরফ থেকে চালু হওয়া এই প্রকল্পটি প্রধানমন্ত্রী ওয়াই-ফাই অ্যাক্সেস নেটওয়ার্ক ইনিশিয়েটিভ স্কিম বা PM WANI YOJANA নামে গোটা দেশে পরিচিতি লাভ করেছে। আর আজকের এই প্রতিবেদনটি পড়লেই আপনারা PM WIFI YOJANA -তে কি কি সুবিধা পাওয়া যাবে, কিভাবে এই যোজনার সুবিধা পাওয়া সম্ভব, কারা এই যোজনার সুবিধা পাবেন, এই যোজনায় আবেদন করার জন্য কি কি নথি প্রয়োজন, এইরকম সমস্ত প্রকার তথ্য জানতে পারবেন।
![]() |
সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিতে PM WANI SCHEME আনলো কেন্দ্র সরকার |
PM WANI SCHEME তে কি কি সুবিধা মিলবে:
PM WANI SCHEME -এর মাধ্যমে গোটা দেশের ২২ টি রাজ্যে ২০০০ এরও বেশি ওয়াইফাই হটস্পট সহ ১০০ টি রেল স্টেশনে পাবলিক ওয়াইফাই পরিষেবা প্রদান করা হবে। এছাড়া কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আরো জানানো হয়েছে যে, গোটা ভারত জুড়ে এই প্রকল্পের মাধ্যমে ১ কোটি ডেটা সেন্টার এবং পাবলিক ডেটা অফিস খোলা হবে। আর এই পাবলিক ডেটা সেন্টার খোলার ক্ষেত্রে কোনরকম আবেদনের ফি কিংবা রেজিস্ট্রেশন ফি লাগবে না।
PM WANI SCHEME প্রকল্পের মাধ্যমে সমগ্র ভারতের প্রতিটি গ্রামের সাধারণ মানুষ সম্পূর্ণ বিনামূল্যে দ্রুতগতির ইন্টারনেটের সুবিধা পাবেন। অন্যদিকে এই যোজনা বিস্তারের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে সাবমেরিন অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন করার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। এই যোজনার মাধ্যমে সমগ্র দেশের সাধারণ জনগণকে বিনামূল্যের ইন্টারনেট প্রদান করা হলে জনগণের অর্থনৈতিক উন্নতির পাশাপাশি জীবনযাত্রার উন্নতি হবে।
![]() |
সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিতে PM WANI SCHEME আনলো কেন্দ্র সরকার |
কিভাবে PM WANI SCHEME -এর সুবিধা পাওয়া সম্ভব:
কেন্দ্র সরকারের এই যোজনায় তিনটি পর্যায়ে দেশের সমস্ত জনসাধারণকে সম্পূর্ণ বিনামূল্যে ওয়াইফাই প্রদান করা হবে।
- প্রথম পর্যায়ে ব্যবসায়ীরা এয়ারটেল(Airtel), জিও(Jio), ভিআই(Vi) কিংবা অন্য যেকোনো নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেটের সুবিধা নিতে পারেন। এই পদ্ধতিতে ইন্টারনেটের সুবিধা নিতে গেলে ব্যবহারকারীর আশেপাশে যেকোনো একটি নেটওয়ার্কের ওয়াইফাই -এর সুবিধা থাকতে হবে।
- দ্বিতীয় পর্যায়ে পাবলিক ডেটা অফিস স্থাপন করতে হবে যার মাধ্যমে একই সঙ্গে একাধিক মানুষ ইন্টারনেটের সুবিধা পাবেন।
- তৃতীয় পর্যায়ে অ্যাপ -এর মাধ্যমে দেশের মানুষ সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা পেয়ে যাবেন।
কেন্দ্র সরকারের এই PM WANI SCHEME -এর মাধ্যমে যেকোন দোকানকে ডেটা অফিসে পরিণত করে সাধারণ মানুষকে ইন্টারনেটের পরিষেবা দেওয়া যাবে। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয় যে ৭ দিনের মধ্যে ডেটা অফিস, ডেটা অ্যাগ্রিগেটর, অ্যাপ সিস্টেমের কেন্দ্র খোলার অনুমতি দেওয়া হবে। পাবলিক ডেটা অফিস খোলার জন্য লাইসেন্স, রেজিস্ট্রেশন বা কোনও আবেদন ফি -এর প্রয়োজন নেই। পাবলিক ডেটা অফিস খোলার জন্য সমস্ত প্রদানকারীদের টেলিযোগাযোগ বিভাগে বাধ্যতামূলকভাবে নিবন্ধিত হতে হবে৷
![]() |
সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিতে PM WANI SCHEME আনলো কেন্দ্র সরকার |
কারা বিনামূল্যে PM WANI SCHEME -এর সুবিধা পাবেন:
ভারতের যেকোনো নাগরিক PM WANI SCHEME -এর আওতায় বিনামূল্যে ইন্টারনেটের সুবিধা পাবেন। ভারতে নিবন্ধিত যেকোন সংস্থা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানও এই প্রকল্পের সুবিধা পাবে।
PM WANI SCHEME -এর আবেদন পদ্ধতি:
PM WANI YOJANA প্রকল্পে আবেদনের জন্য আপনাকে PM-WANI অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং আপনার আধার নম্বর বা মোবাইল নম্বরের মাধ্যমে রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। পরবর্তীতে আপনার সমস্ত বিবরণ সঠিকভাবে পূরণ করে প্রয়োজনীয় নথিগুলি সঠিকভাবে আপলোড করে আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করে ফেলুন।
![]() |
সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা দিতে PM WANI SCHEME আনলো কেন্দ্র সরকার |
PM WANI SCHEME -এর আবেদনের জন্য প্রয়োজনীয় নথি:
১. কেন্দ্রীয় সরকার দ্বারা অনুমোদিত আপনার যেকোন পরিচয় পত্র (ভোটার কার্ড/ আধার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স)।২. আপনার ঠিকানার প্রমাণপত্র (রেশন কার্ড/ বিদ্যুৎ বিল/ টেলিফোন বিল)।
৩. আপনি যদি কোনো ব্যবসা অথবা সংস্থার জন্য সেটআপ করতে চান তবে ওই ব্যবসা অথবা সংস্থার প্রমাণপত্র।
PM WANI SCHEME -এর জন্য কোথায় আবেদন করবেন:
PM WANI SCHEME -এর সুবিধা পেতে আপনাকে কেন্দ্রীয় সরকার পরিচালিত ওয়েবসাইট এ গিয়ে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে আবেদন করতে হবে। আবেদন করার অফিসিয়াল ওয়েবসাইটের লিংক নিচে দেওয়া রয়েছে।
অফিসিয়াল ওয়েবসাইট: PM WANI SCHEME
0 মন্তব্যসমূহ