কেউ হাজার উপার্জনে খুশি, আবার কেউ চায় লাখ টাকা! ছোট পর্দার জগদ্ধাত্রী থেকে পর্ণা, কার বেতন কত জানেন?
![]() |
Bengali Serial : কেউ হাজার উপার্জনে খুশি, আবার কেউ চায় লাখ টাকা! ছোট পর্দার জগদ্ধাত্রী থেকে পর্ণা, কার বেতন কত জানেন? |
নিউজ বাংলা সার্চ: সন্ধ্যে হলেই চা কফি সঙ্গে সন্ধ্যের কিছু স্নাক্স সঙ্গে নিয়ে টিভির সামনে বসে ধারাবাহিক দেখেন বাড়ির মা কাকিমারা। ড্রয়িং রুমে চলা টিভির একের পর এক বাংলা ধারাবাহিক (Bengali Serial) যেন জীবন্ত চরিত্র হয়ে ওঠে মানুষের কাছে। টিভিতে যে সিরিয়াল ১ ঘন্টা কিংবা আধ ঘন্টার জন্য দেখা যায়, ওই সিরিয়ালের জন্য নিয়মিত ১২ থেকে ১৪ ঘন্টা ধরে শুটিং করতে হয় অভিনেতা অভিনেত্রীদের। এতক্ষণ ধরে কাজ করে ঠিক কত টাকা করে পারিশ্রমিক পান অভিনেত্রীরা? সেই সমস্ত খবর জানা যাবে এই প্রতিবেদনটি পড়ে।
অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) : অভিনয় জগতে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে কাজ করে চলেছেন অপরাজিতা আঢ্য। বর্তমানে স্টার জলসার ‘জল থই থই ভালবাসা’ ধারাবাহিকে অভিনয় করছেন তিনি। ঠিক তার আগেই ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’ নামক একটি ধারাবাহিকের অভিনয় করে দারুন প্রশংসা কুড়িয়ে নিয়েছিলেন তিনি। ধারাবাহিককে অভিনয় করে মাস গেলে তিনি পান ৪৫ হাজার টাকা।
পল্লবী শর্মা (Pallavi Sharma) : ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী হলেন পল্লবী শর্মা। ‘কে আপন কে পর’ ধারাবাহিক দিয়ে অভিনয় জগতে পথ চলা শুরু হয়েছিল এই অভিনেত্রীর। সেই সময় প্রধান চরিত্রে অভিনয় করে ও মাত্র কুড়ি হাজার টাকা পেতেন তিনি। বর্তমানে নিম ফুলের মধু ধারাবাহিক থেকে মাস গেলে ১লক্ষ ৭০হাজার টাকা পান পল্লবী।
শোলাঙ্কি রায় (Solanki Roy): শোলাঙ্কি রায় শেষবার স্টার জলসার ধারাবাহিক ‘গাঁটছড়া’তে অভিনয় করেছিল। দীর্ঘদিন ধরে বেঙ্গল টপার ছিল এই ধারাবাহিক। সেই সময় প্রতি মাসে খড়ি-চরিত্রে অভিনয় করার জন্য তিন লক্ষ ষাট হাজার টাকা বেতন পেতেন।
![]() |
Bengali Serial : কেউ হাজার উপার্জনে খুশি, আবার কেউ চায় লাখ টাকা! ছোট পর্দার জগদ্ধাত্রী থেকে পর্ণা, কার বেতন কত জানেন? |
তৃণা সাহা (Trina Saha) : অভিনেত্রী তৃণা সাহা খড়কুটো, খোকাবাবু, বালিঝড়, কলের বউ সহ বেশ কিছু সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন। অভিনয় জগতে পা রাখার পর করতেন প্রথমদিকে তিনি ১৪ থেকে ১৬ হাজার টাকা বেতন পেতেন বলে খবর। খড়কুটো ধারাবাহিকে অভিনয় করার পর পারিশ্রমিক অনেকটা বেড়ে গিয়েছে তৃণা সাহার।
অঙ্কিতা মল্লিক (Ankita Mullick): দীর্ঘদিন ধরে টেলিভিশনের পর্দায় বেঙ্গল টপার এর ভূমিকায় থাকা জগদ্ধাত্রী ধারাবাহিকের লিডিং রোলে অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। প্রথম দিকে তিনি অভিনয় করতে গিয়ে ৭০ হাজার টাকা বেতন পেতেন। বর্তমানে তার জনপ্রিয়তা অনেকটা বৃদ্ধি পেয়েছে। তাই নিজের বেতন বেশ কিছুটা বাড়িয়ে নিয়েছেন।
মানালি দে (Manali Dey) : স্টার জলসা চ্যানেলে বউ কথা কও ধারাবাহিকের মধ্য দিয়ে অভিনয় জগতে পা রেখেছিলেন অভিনেত্রী মানালি দে। এরপর বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে মানালি কার কাছে কই মনের কথা ধারাবাহিকে অভিনয় করছেন। মাস গেলে তিনি দু লক্ষ টাকা করে বেতন পান বলে খবর।
0 মন্তব্যসমূহ